নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে কারাবন্দি বিএনপির ২৫ নেতাকর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে। এসময় জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া বৃহস্পতিবারের (১৪ সেপ্টেম্বর) মধ্যে কারাবন্দিদের মুক্তি দিতে আল্টিমেটাম দেয়। তা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করবেন বলে জানান তিনি।
মিছিল শেষে বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এরআগে জেলা বিএনপির ব্যানারে শহরের গোডাউন রোড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরের পুরাতন গো হাটা রোডের বাসভবন প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ বেপারী, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা আইনজীবী সমিতির সভাপতি ফেরদৌস আহমেদ মানিক, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান লিটন, সদস্য সচিব অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।
জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ১৮ জুলাই শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে বিনা উস্কানিতে পুলিশ আমাদের ওপর হামলা করে। ওইদিন আমাদের শতাধিক নেতাকর্মী আহত হয়। ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের কৃষকদল নেতা মো. সজিবকে কুপিয়ে হত্যা করেছে। এরপর পুলিশ আমাদের বিরুদ্ধে প্রণোদিতভাবে মামলা দায়ের করেছে। এটি ন্যাক্কারজনক ঘটনা। তবে এসব মামলা-হামলা দিয়ে আমাদের আন্দোলন দাবিয়ে রাখা যাবে না। শেখ হাসিনার পদত্যাগের এ এক দফা দাবিতে শেষ পর্যন্ত আমরা মাঠে থাকবো। তার পতন ছাড়া আমরা রাজপথ ছাড়বো না। অন্যায়ভাবে ফরমায়েশি আদেশ দিয়ে জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাসিবুর রহমানসহ ২৫ নেতাকর্মীকে কারাবন্দি করা হয়েছে। আগামিকালকের (বৃহস্পতিবার) মধ্যে তাদেরকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আন্দোলনের মাধ্যমেই তাদেরকে মুক্ত করে আনা হবে।
প্রসঙ্গত, গত ১৮ জুলাই বিএনপি পদযাত্রা কর্মসূচি চলাকালীন দায়িত্ব পালন কাজে বাধা, পিটিয়ে আহত, বিস্ফোরক ও নাশকতার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫৫ জনের নাম উল্লেখ অজ্ঞাত ৩ হাজার জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। দুই মামলাতেই বিএনপির প্রচার সম্পাদক ও জেলা কমিটির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে প্রধান আসামি করা হয়। ১০ সেপ্টেম্বর আদালতে জামিন শুনানি থাকলেও বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খাঁয়ের ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু আদালতে উপস্থিত হননি। এতে আদালত তাদের তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। ১০ ও ১১ সেপ্টেম্বর একই মামলায় জামিন না মঞ্জুর করে লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাছিবুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ ২৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।