নিজস্ব সংবাদদাতা: ফিলিস্তিনের গণমানুষের ওপর নির্বিচারে ইসরাইলি অমানবিক হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদী মানববন্ধন ও কবিতা পাঠ। বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, লক্ষ্মীপুর জেলার আয়োজনে (২৭ অক্টোবর) শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাব সম্মুখে এ মানববন্ধনে অংশ নেয় জেলার বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
এতে ফিলিস্তিনের শিশু ও নারী সহ সাধারণ জনগণের উপর ইসরাইলের নির্বিচারে নির্যাতন, হত্যা এবং ধ্বংসযজ্ঞ চালানোর প্রতিবাদে বিক্ষুব্ধ কবি, সাহিত্যিক ও সংস্কৃতিজনরা ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সহ-সভাপতি প্রফেসর মো. মাইন উদ্দিন পাঠান, নিরাপদ সড়ক চাই, লক্ষ্মীপুর জেলার সভাপতি ডাক্তার আশফাকুর রহমান মামুন, জেলা সাহিত্য সংসদের সভাপতি ডা. সালাউদ্দিন শরীফ, অনুরাগ সংগীত একাডেমির অধ্যক্ষ মাহবুল বাশার, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, জেলার সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, বই পড়া আন্দোলনের সভাপতি ডা. ইউসুফ মিলন, আব্দুল হান্নান সাগর, মির্জা সাইফুল, রিয়াজুল ইসলাম জাকির প্রমুখ।
প্রতিবাদী কবিতা পাঠে অংশ নেন- জাতীয় কবিতা পরিষদ, লক্ষ্মীপুর জেলা সভাপতি কবি এস এম জাহাঙ্গীর, কবি মিয়া মাহবুব, কবি রওশন রুবি, কবি নাসির উদ্দিন মাহমুদ, কবি আবির আকাশ, কবি অঙ্কুর চন্দ্র দেবনাথ, কবি ফারুক হোসেন শিহাব, কবি ইউসুফ মাহমুদ সংগ্রাম, কবি হোসেন আহমদ জান, কবি মাহতাব উদ্দিন আরজু, বাচিকশিল্পী হোসনেয়ারা কানন, কবি ডা. তোফাজ্জল হোসেন সহ অনেকে।
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লার সভাপতিত্বে ও ফারুক হোসেন শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কবি মুজতবা আল মামুন, বীর মুক্তিযোদ্ধা বনশ্রী পাল, সেলিম উদ্দিন নিজামী, মাসুম জুলকারনাইন, এসকে রিয়াদ, শাওন হোসেন সহ বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিবাদী এই আয়োজনে অংশ নেয়া বিভিন্ন সংগঠনের মধ্যে অন্যতম হচ্ছে- বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, লক্ষ্মীপুর জেলা, জাতীয় কবিতা পরিষদ, লক্ষ্মীপুর জেলা, সাহিত্যায়ন পাঠ মঞ্চ, আবৃত্তি সংসদ লক্ষীপুর, সেঁজুতি ইনস্টিটিউশন, বই পড়া আন্দোলন, লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ, লক্ষ্মীপুর থিয়েটার, খেলাঘর- লক্ষীপুর, হাইফাই সাংস্কৃতিক সংসদ, প্রথম আলো বন্ধুসভা, লক্ষ্মীপুর, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কমান্ড, লক্ষ্মীপুর, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, লক্ষ্মীপুর, অনুরাগ সংগীত একাডেমি, নজরুল একাডেমি, লক্ষ্মীপুর।