লক্ষ্মীপুরে উপনির্বাচন: ১১৫ কেন্দ্রে পৌঁছাল নির্বাচনী সরঞ্জাম, ব্যালট যাবে সকালে

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের শূন্যপদে উপনির্বাচনের ভোটগ্রহণের জন্য ১১৫ টি ভোট কেন্দ্রে ব্যালট বাক্সসহ সরঞ্জামাদি পৌঁছেছে। শনিবার (৪ নভেম্বর) বেলা ১১ টার লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে সামনে থেকে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাদেরকে সরঞ্জামাদিগুলো বুঝিয়ে দেওয়া হয়। তবে ব্যালট পেপার রবিবার (৫ নভেম্বর) ভোর ৫ টা থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে।

উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ রোববার লক্ষ্মীপুর ৩ আসনে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একটি পৌরসভা ও ১২ টি ইউনিয়নের ১১৫ কেন্দ্রে ভোটগ্রহণের সকল প্রস্তুতি শেষ হয়েছে। ভোটের দিন ৯৫০ জন পুলিশ ও ১৪৯৫ জন আনসার কেন্দ্রগুলোতে নিরাপত্তার দায়িত্বে থাকবেন। ১ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটসহ ১৬ জন ম্যাজিষ্ট্রেট নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন। ম্যাজিষ্ট্রেটদের অধীনে ৭ প্লাটুন র‌্যাব ও ৬ প্লাটুন বিজিবি পুরো নির্বাচনী এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টম্বর লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

Leave a Reply

Shares