এমভি আবদুল্লাহ অবশেষে চট্টগ্রামের পথে রওনা

জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ অবশেষে চট্টগ্রামের পথে রওনা হয়েছে।আজ মঙ্গলবার ভোরে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর ছেড়েছে। এই জাহাজে করেই ২৩ নাবিকের আগামী মে মাসে দ্বিতীয় সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে।জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের ওয়েবসাইটে দেখা যায়, আজ ভোর চারটার দিকে জাহাজটি আমিরাতের মিনা সাকার বন্দর ছেড়ে যায়। বর্তমানে পারস্য উপসাগর রয়েছে জাহাজটি।মিনা বন্দরে পণ্য বোঝাইয়ের সময় জাহাজটির মাস্টার ক্যাপ্টেন আবদুর রশিদ হোয়াটসঅ্যাপ বার্তায় প্রথম আলোকে জানান, জাহাজটি হরমুজ প্রণালি পেরিয়ে আমিরাতের ফুজাইরা বন্দর থেকে জ্বালানি তেল সংগ্রহ করবে। এরপর চট্টগ্রামে ফিরবে। চট্টগ্রামের কুতুবদিয়ায় পৌঁছাতে ১১ বা ১২ মে পর্যন্ত সময় লাগতে পারে।প্রায় ৩৩ দিনের জিম্মিদশার পর ১৩ এপ্রিল রাতে ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ মুক্ত হয়। এরপরই জাহাজটি প্রথমে আমিরাতের আল-হামরিয়া বন্দরে পৌঁছায়। সেখানে কয়লা খালাসের পর কাছাকাছি মিনা বন্দরে নেওয়া হয় আবদুল্লাহকে। এই বন্দরে চুনাপাথর বোঝাই শেষে এখন চট্টগ্রামের পথে রয়েছে জাহাজটি।

Shares