প্রতিনিধি: লক্ষ্মীপুরে বন্যার পানি বৃদ্ধির সাথে সাথে সাপের উপদ্রুব বেড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। প্রায় সাড়ে ছয় লাখ মানুষ পানিবন্দি। জেলা শহরসহ জেলার সব উপজেলায় পানি বেড়েই চলেছে। কোথাও হাটু পরিমাণ আবার কোথাও কোমড়সমান পানি জমে আছে। নোয়াখালীর বন্যার পানির চাপে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে বেড়েছে সাপের উপদ্রব বাড়ছে।
জেলা সিভিল সার্জন ডা: আহাম্মেদ কবির ২৫ আগষ্ট দুপুরে জানান, লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় সাপের কামড়ের শিকার হয়েছেন ৭৭ জন। এর মধ্যে সদর উপজেলায় ৭০ জন এবং কমলনগর উপজেলায় ৭ জন। এর মধ্যে কমলনগর উপজেলায় ২ জন এবং সদরে ৭ জন ভর্তি রয়েছে বাকী প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। সাপের কামড়ের স্বীকার হলে দ্রুত সরকারী হাসপাতাল গুলোতে চিকিৎসা নেওয়ার জন্য আহবান জানান তিনি।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: অরুপ পাল জানান, আমাদের হাসপাতালে গত কয়েকদিনে ৭০ জন সাপে কামড়ানো রোগী এসেছেন। তবে বিষাক্ত সাপ ছিল না মনে হচ্ছে। সাপে কাটা রোগীর সেবা নিশ্চিতে আমাদের পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। বর্তমানে ৭ জন চিকিৎসাধীন রয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা শেষে ঘরে ফিরে গেছেন।