ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিবেদকঃময়মনসিংহের ধোবাউড়ায় স্বামী শহিদুল ইসলাম(৩৫) কে গলাটিপে হত্যা করেছে তার দ্বিতীয় স্ত্রী তারা বেগম। বুধবার বিকালে উপজেলার বলরামপুর গ্রামের তারা দিঘিরপাড় মোড়ে বাড়ির বসত ঘরে এই ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম বলরামপুর গ্রামের নূর ইসলামের ছেলে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম তার প্রথম স্ত্রী এবং তিন সন্তান নিয়ে বাড়িতে থাকতেন। কাজের সুবাধে মাঝে মাঝে তিনি ঢাকায় যেতেন। সেখানে তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী ঢাকায় বসবাস করেন। মাঝে মাঝে ধোবাউড়া বলরামপুর গ্রামে আসতেন। বুধবার সকালে শহিদুলেল দ্বিতীয় স্ত্রী তারা বেগম ধোবাউড়ায় শহিদুলের বাড়িতে আসেন। আসার পর থেকে দুজনের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া চলছিল। বিকালে বাড়ির অন্য লোকজন পাশের বাড়িতে একটি সমিতির সভায় চলে যায়।এসময় ফাঁকা বাসায় শহিদুলকে তার দ্বিতীয় স্ত্রী তারা বেগম শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার সাথে সাথেই তারা বেগম পালিয়ে যায়।
নিহতের বোন পারভিন আক্তার বলেন, ৮ মাস আগে প্রেম করে দ্বিতীয় স্ত্রী( তারা বেগম) বিয়া করে ভাই। ভালোই চলছিল সংসার। আজ সকালে তারা বেগম বাড়িতে আসছিল। দুপুরে আমার ভাবি খাওয়ার পর ভাইকে নিয়ে ঘরে শুয়ে ছিল। তখন আমরা পাশেই অন্য একটি বাড়িতে সমিতির মিটিংয়ে চলে যায়। সেখান থেকে এসে দেখি ভাইকে মেরে ভাবি তারা বেগম পালিয়ে গেছে।
এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ চান মিয়া বলেন,আমি ঘটনা শোনার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করেছি । এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।