লক্ষ্মীপুরে বন্যায় মৎস্য খাতে ক্ষতি প্রায় ২৩৬ কোটি টাকা

প্রতিনিধি : লক্ষ্মীপুরের গত কয়েকদিনের টানা বর্ষণ ও নদীর পানি কারণে বন্যায় লক্ষ্মীপুর পৌরসভাসহ ৫৮ টি ইউনিয়নে ৪০ হাজার পুকুর ভেসে গেছে। এ কয়েকদিনেই  মৎস্য খাতে ক্ষতি হয়েছে প্রায় শতকোটি কোটি টাকা। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণ করছে জেলা মৎস্য বিভাগ। ক্ষতিগ্রস্থ কার্প জাতীয় মাছ ৯৯৭২ মে: টন,৫৪ টন চিংড়ি,৫ লাখ ১৫ হাজার রেনু পোনা।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) সারোয়ার জামান জানান, জেলার সব চেয়ে বড় উপজেলা সদর। আমরা শাকচর, চর রমণী মোহন, টুমচর, চররুহিতা ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে গিয়ে ক্ষয়ক্ষতি দেখেছি। শুধু সদর উপজেলায় ৬৬৭৫ টি পুকুর/ দিঘি/ খামার ক্ষতিগ্রন্থ হয়েছে। এ ছাড়া ৫৪ মে: টন চিংড়ি পোনা চলে যায় বন্যার পানির সাথে। শুধু উপজেলায় ১ শত ৪৪ কোটি ১৪ লাখ ক্ষতি হয়েছে।
সদর উপজেলার মান্দারী ইউনিয়নের রতনপুর গ্রামের মোস্তফা ভূঁইয়ার পুত্র মাইনদ্দিন মিঠুও একই ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের মৃত আব্দুস সহিদের পুত্র মাইন উদ্দিন বলেন, গত ২০ বছর এই রকম বন্যা দেখিনি। আমাদের সব ধরনের মাছ পুকুর/ জলা থেকে বের হয়ে গেছে। অনেক ঋণ ছিলাম এখনো কি খাবে ঋণ শোধ করবো।
মাছ গুলো অনেক বড় হয়ে গেছে। বাকীতে খাবার এনে দিয়েছি এখন মাছ নেই সব বন্যার পানি ভেসে গেছে।
মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন আরও বলেন, ক্ষতির পরিমাণ আরও বাড়বে। কেননা পরিসংখ্যান তৈরি চলমান রয়েছে। তিনি আরও বলেন, এবার বন্যায় টানা বৃষ্টি ও বিভিন্ন জেলা থেকে পানি প্রবেশ করার কারণে বিভিন্ন সেক্টরেরর পাশাপাশি সব চেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। আগামী ২-৩ মাস পর পোনা বড় করে বাজারে বিক্রি করবে চাষীরা এমন স্বপ্ন ভেঙ্গে গেছে। ক্ষতিগ্রন্থ সহযোগীতা প্রয়োজন বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ কে অবহিত করা হয়েছে।

Shares