২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আশুগঞ্জ প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আঞ্চলিক সড়ক থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ( ভোর ৪ টায়) উপজেলার ( আশুগঞ্জ- আড়াইসিধা) আঞ্চলিক সড়কে এমভি এগ্রো ফুড ইউনিট-৩ সামনে থেকে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।শুক্রবার বিকেলে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফিউল আলম মাদক ও মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুরের মৃত আক্কাস মিয়ার ছেলে শাউন মিয়া। এসময় আটককৃত শাউনকে প্রাথমিক জিজ্ঞাসাবাধে পিয়াস মিয়া এক পলাতক আসামীর নাম প্রকাশ করেন।আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা গাঁজাবহনকারী পিকআপ ভ্যানটি জব্দ করাসহ আটকদের নামে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে।

Shares