প্রতিনিধি : বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালালোও তার দোসর ও দালালরা এখনও রয়েছে । তিনি বলেন তাদের চিহ্নিত করতে হবে। ১৭ বছর ধরে এদেশের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। এখন তারা ভোট দিতে অপেক্ষা করছে।
তাই দেশের বিভিন্ন সেক্টর সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্র্বতী সরকারের প্রতি আহ্বান ।
রোববার (১ সেপ্টেম্বর) বিসিক শিল্প নগরী এলাকায় লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ রেজাউল করিমের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণী শেষে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত পরিবারের সাথে সাক্ষাৎ ও মতবিনিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা কর্তৃক আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা উত্তর মহানগরী আমির ও কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সদস্য মো: সেলিম উদ্দিন, সেক্রেটারী ও কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম,লক্ষ্মীপুর জেলা আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারী ফারুক হোসেন নুর নবী, নায়েবে আমির এ আর হাফিজ উলা প্রমুখ।