প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মাদকের টাকা না পেয়ে মাকে বসতঘরে বেঁধে আগুন দিয়ে পালিয়েছে মাদকাসক্ত ছেলে। রাতে রায়পুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডস্থ হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত জাবেদ হোসেন(২৭) পলাতক। এ ঘটনায় ০১ সেপ্টেম্বর (রোববার) সন্ধ্যা রাতে ওহিদা বেগম বাদী হয়ে রায়পুর থানায় লিখিত অভিযোগ করেন।
এলাকাবাসী জানায়, মাদকের টাকার জন্য মায়ের সঙ্গে প্রায় ঝগড়া করতো জাবেদ। ঘরের আসবাবপত্রও ভাঙচুর করতো। ছয় মেয়ে ও একমাত্র ছেলে হওয়ায় জাবেদের অত্যাচার ও জুলুম গত সাত বছরেরও বেশি সময় ধরে সহ্য করে আসছে পরিবারটি।
গত শনিবার (৩১ আগষ্ট) গভীর রাতে মায়ের সঙ্গে মাদকের টাকার জন্য ঝগড়া করে। একপর্যায়ে পরনে থাকা জামা দিয়ে মায়ের গলা পেঁচিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। পরবর্তীতে মাকে বসতঘরে হাত-পা বেঁধে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় জাবেদ। পরবর্তীতে মা ওহিদা বেগমের চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। এসময় রায়পুর ফায়ার সার্ভিসে ফোন করা হলেও তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে বসতঘরের সব আসবাবপত্র পুঁড়ে যায়।
জাবেদের বড় বোন কামরুন নাহার জানান, ‘আমার ভাই কয়েক বছর ধরে মাদকাসক্ত। সে ঘরে আগুন লাগিয়েছে। আমরা তার বিচার চাই। মায়ের কাছে ৫০ হাজার টাকা চেয়েছে । আমাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
তফুরা বেগম নামে এক প্রতিবেশী জানান, ‘রাতে মায়ের সঙ্গে জাবেদের তুমুল ঝগড়া হয়েছে। একপর্যায়ে সে বসতঘরে আগুন লাগায়। হঠাৎ চারদিক আলোকিত হয়ে যাওয়ায় আমরা ছুটে এসে তাকে উদ্ধার করি।’
মা ওহিদা বেগম (৫৮) বলেন, ‘স্বামীর শেষ সম্বল শেষ করে দিয়েছে আমার মাদকাসক্ত ছেলে। প্রতিদিন টাকার জন্য মারধর করে। মেয়েদের বাড়িতে আসতে দেয় না। আমার একমাত্র ছেলে। সে যেন সুস্থ হয়। এটাই আমার চাওয়া। তবুও আমি ছেলের বিচার চাই।’
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।