ট্রলার ছিনতাইয়ের অভিযোগে দুই ছিনতাইকারিকে গণপিটুনি

প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদী থেকে জেলেদের ৫৫ হাজার টাকাসহ এক ইন্জিন চালিত ট্রলার চুরির অভিযোগে ২ ছিনতাইকারিকে গনপিটুনী দিয়ে এ রিপোট লেখা পর্যন্ত বেঁধে রেখেছেন স্থানীয় জেলেরা। ঘটনাটি ঘটেছে (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার উত্তর চরবংশী ইউপির মেঘনা নদীর চান্দারখাল নামক মাছ ঘাট এলাকায়। গনপিটুনির শিকার দুই ছিনতাইকারি হলো-উত্তর চরকাছিয়া এলাকার সবুজ মাঝি (৪০) ও বকুল মাঝি (৩০)।ট্রলারচালক হাসেম মাঝি জানান, মঙ্গলবার রাতে আমরা মেঘনা নদীর রায়পুরের সীমান্তবর্তী উত্তর চরবংশী ইউপির চরঘাসিয়া বাওর এলাকায় মাছ ধরছিলেন। এসময় ছিনতাইকারি সবুজ মাঝি ও বকুলসহ অজ্ঞাত পরিচয় ৬/৭ ব্যক্তি ট্রলারে করে ট্রলারের সামনে তেল চান ।
আমরা তাদেরকে দুই লিটার তেল দেওয়ার পরই আমাদের অস্র দিয়ে জিম্মি করে ট্রলার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে মেঘনার চান্দারখাল নামক স্থানে দুই ছিনতাইকারিকে আটক করা হয়েছে। ছিনতাইকারিদের অভিভাবকরা চান্দারখাল মাছঘাটে আসলে টাকা উদ্ধারসহ বিচার করে ছেড়ে দেয়া হবে।এ তথ্য নিশ্চিত করেছেন রায়পুর উত্তর চরবংশী ইউপি আলি আজগর ।
ইউপি সদস্য আজগর আরও বলেন, স্থানীয় জেলেরা ট্রলারটি জব্দ করে চান্দারখাল মাছঘাটে নিয়ে আসে। দুইজনকে পিটুনি দিয়ে আটক রাখা হয়েছে। তাদের অভিভাবক আসলে বিচার করে ছেড়ে দেয়া হবে।
রায়পুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, টাকাসহ ট্রলার ছিনতাই এবং দুই চিনতাইকারিকে গনপিটুনির বিষয়ে কিছুই জানিনা। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিব।

Shares