লক্ষ্মীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আটক

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলার কাওতলি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশারের নেতৃত্বে একদল পুলিশ লক্ষ্মীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক হাশেম আহমেদ রুপম (৪২)কে আটক করেছেন।মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে একাধীক মামলায় অভিযুক্ত লক্ষ্মীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক হাশেম আহমেদ রুপমকে আটক করা হয়।
তিনি গত ৫ আগষ্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।রামগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, একাধীক মামলায় তিনি বেশ কিছুদিন থেকে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলার কাওতলি এলাকা থেকে তাকে আটক করে

Shares