লক্ষ্মীপুরে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধি: লক্ষ্মীপুরে রেজাউল করিম বাবু নামে এক মুদি ব্যবসায়ীর বিরুদ্ধে অনলাইন পত্রিকা, ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রপচার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ওই ব্যবসায়ী। ২৪ নভেম্বর (রোববার) দুপুরে স্থানীয় একটি দৈনিক পত্রিকা কার্যালয়ে এই সম্মেলনের আয়োজন করে। লিখিত বক্তব্যে রেজাউল করিম বাবু বলেন, লক্ষ্মীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্ধা তিনি। সম্প্রতি টাকার প্রয়োজনে জনৈক শাকিল ও মিসেস রুনু আক্তারের কাছে সোয়া ৪ শতাংশ জমি বিক্রি করে। পরে রুনু-শাকিল ওই সম্পত্তি খোরশেদ গং কাছে বিক্রি করে। খোরশেদ গং তার ক্রয়কৃত জমি চৌহুদ্দি স্থানে বাড়ি নির্মাণ না করেই বাবুর জমিতে ভবণ নির্মাণ কাজ শুরু করে।
পরে তিনি বাধা দিলে খোরশেদ তার লোকজন এনে তাদের উপর হামলা করে এবং হুমকি-ধমকি দিয়ে কাজ চালিয়ে রাখে। পরে এ ঘটনায় রেজাউল করিম বাবু সদর থানায় একটি জিডি করি। এ ছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ওই সম্পত্তির উপর ১৪৪ ধারা আবেদন করার পর আদালতের নির্দেশে গত ১৯/১১/২০২৪ ইং তারিখে সদর থানা পুলিশ গিয়ে বাড়ির নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
এতে খোরশেদ আলমের স্ত্রী পরিচয় দিয়ে স্বপ্না আক্তার বিভিন্ন সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবু কে চাঁদা না দেওয়ায় বাড়ির নির্মাণ কাজ বন্ধ বলে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে অনলাইন পত্রিকা, ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রপচার চালায়। অথচ এখানে কোন চাঁদাবাজির ঘটনা ঘটেনি।
মূলত আমার সম্পত্তি দখল করে তারা বাড়ির নির্মাণ করার চেষ্টা করলে আমরা বাধা দিই এবং আদালতের নির্দেশে নির্মাণ কাজ বন্ধ হয়। আমি আমার বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন ও অপ্রপচার চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে সুবিচার ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানাই।

Shares