লক্ষ্মীপুর সদর উপজেলা নবাগত নিবার্হী কর্মকর্তার যোগদান

প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা যোগদান করেছেন। ০৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে তিনি যোগদান করেন। ইতিপূর্বে রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
এ দিকে নবাগত উপজেলা নির্বাহী যোগদান উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আয়োজন করে। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সভায় আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি অভি দাস, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর কবির, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহামুদুল ইসলাম চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালেহ উদ্দিন,উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমামসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা। বক্তব্যে জামসেদ আলম রানা বলেন, কোন মানুষ যাতে সেবা নিতে এসে ফিরে যেতে না হয় সেই দিকে তিনি লক্ষ্য রাখবেন।
সদর উপজেলা বড় একটি উপজেলা জনসংখ্যা বেশী উপজেলা অন্যান্য কর্মকর্তাদের সহযোগীতা ছাড়া কাজ করা সম্ভব নয়। তিনি বলেন, তিনি মানুষের জন্য কাজ করতে চান সেই তিনি আশাবাদী উপজেলা অন্যান্য দপ্তর সমূহে তাকে সহযোগীতা করবেন।

Shares