লক্ষ্মীপুরে আলোচিত যুবলীগ নেতা আরজু গ্রেফতার

লক্ষ্মীপুর :  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করে ছাত্র হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলার আসামি সাবেক যুবলীগ নেতা আশরাফ উদ্দিন আরজুকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।
এর আগেহ বুধবার (১৮ ডিসেম্বর) রাতে লক্ষ্মীপুর শহরের উত্তর মজুপুরে এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয় আরজুকে।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে চার শিক্ষার্থীকে হত্যা মামলার ঘটনায় গত ৫ আগস্টের পর থেকে গা ঢাকা দিয়েছিলেন তিনি।
জানা যায়, লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ ও বাজারের তমিজ মার্কেট এলাকায় গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ ও হামলা চালান আরজু। সাবেক যুবলীগ নেতা, স্থানীয় চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপুর সহযোগী হিসেবে এই হামলায় অংশ নেন তিনি। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেনসহ চার শিক্ষার্থী নিহত হন। তিন শতাধিক মানুষ গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে লক্ষ্মীপুর সদর মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মোন্নাফ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করে ৪ শিক্ষার্থী হত্যা মামলায় আরজুকে গ্রেফতার করা হয়েছে। আমরা আদালতে ৭ দিনের রিমান্ড চেয়েছি। তার বিরুদ্ধে ছাত্রহত্যা, পুলিশের উপর হামলাসহ আরও একাধিক মামলা রয়েছে।

Shares