লক্ষ্মীপুরে কাবাডি প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরণী

লক্ষ্মীপুর : এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে কাবাডি প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরণী আয়োজন করা হয়েছে। ১৮ জানুয়ারী (শনিবার) দিনব্যাপি প্রতিযোগীতা শেষে বিকেলে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: জসীম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক, সচেতন নাগরিক কমিটি সনাক জেলা শাখার সভাপতি প্রফেসর জেড এম ফারুকী, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর আলম,এ্যাড: মহসিন কবির স্বপন,পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী প্রমুখ।
প্রতিযোগীতায় মোট ৭ টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় মান্দারী উচ্চ বিদ্যালয় বনাম দত্তপাড়া স্পোটিং ক্লাব অংশ নেয়। এতে মান্দারী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিবৃন্দ খেলায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেন।

Shares