লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে চার সাংবাদিকের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ২ নং আসামী আব্দুস শহীদ কে গ্রেফতার করেছে র্যাব-১১। ১১ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর এবং নোয়াখালী সীমান্তবর্তী আমানী লক্ষ্মীপুর গ্রামের আল্লাহ দান স্টোরের সামনে থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি আব্দুস শহীদ লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ৯ নং উত্তর জয়পুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ গণেশ শ্যামপুর গ্রামের বেপারী বাড়ির শাহজাহানের পুত্র ।
র্যাব-১১নোয়াখালী ক্যাম্প ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার দীপন চন্দ্র মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ কায়সার হামিদ জানান আব্দুস শহীদসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বুধবার সাত দিনের রিমান্ডে আবেদন করা হবে। তিনি আরও জানান ৪ সাংবাদিকের উপর হামলা ও গুলি করার ঘটনায় মোহাম্মদ রফিকুল ইসলাম বাদী হয়ে চন্দ্র থানায় থানায় একটি মামলা দায়ের করলে সম্প্রতি পুলিশ তিন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।
লক্ষ্মীপুরে ৪ সাংবাদিকের উপর হামলা র্যাবের হাতে ১ আসামী গ্রেফতার
