প্রতিনিধি : ২৫ মার্চ গণহত্যা দিবস উপক্ষে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আকতার হোসেন, লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো: জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা, জেলা তথ্য অফিসার বিশ^নাথ মজুমদার, বীর মুক্তিযোদ্ধা সামছুল ইসলাম চৌধুরী প্রমুখ। এসময় বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুরে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা
