প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রামগতিতে এক সন্তানের জননীকে গণধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামী জামাল আহমেদ শনি (৪৮) কে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার রাতে নোয়াখালী শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জামাল আহমেদ উপজেলার চরগাজী ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরলক্ষ্মী গ্রামের মৃত সফি আলমের ছেলে।
রামগতি থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান র্যাব-১১ সদস্যরা অভিযান চালিয়ে জামালকে নোয়াখালী থেকে গ্রেফতার করেছে। তাকে রামগতি থানায় আনা হয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের হাজির করা হবে।
গত সোমবার (২৪ মার্চ) ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিন টুমচর এলাকার গণধর্ষণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধু তার ননদ জামাই জামাল আহমেদ শনিকে প্রধান আসামি ও অজ্ঞাত আরো তিন জনের বিরুদ্ধে রামগতি থানায় মামলা করেন।
প্রসঙ্গত, ওই গৃহবধূ সাহরি খাওয়ার পর প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের পাশে টয়লেটে যান। ফেরার পথে দুপাশ থেকে অপরিচিত দু ব্যক্তি তাকে ঝাপটে ধরে মুখ চেপে পাশের একটি বাড়ির নির্জন পুকুর পাড়ে নিয়ে যায়। ওখানেই তাকে পা ও মুখ বাঁধা বেঁধে পালাক্রমে ধর্ষণ করা হয়। এক পর্যায়ে জ্ঞান হারালে তাকে রেখে ধর্ষকরা পালিয়ে যায়। জ্ঞান ফেরার পর চিৎকার করলে আশপাশের নারীরা এসে বিবস্ত্র অবস্থা তাকে উদ্ধার করেন।
রামগতিতে গৃহবধুকে গণধর্ষণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার
