যারা ব্যালট বাক্স লুট করেছে তাদের ব্যাপারে সর্তক থাকতে হবে এ্যানি

লক্ষ্মীপুর : কেন্দ্রিয় বিএনপির যুগ্ন মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত দিনে যারা ব্যালট বাক্স লুট করেছে ভোট কেন্দ্র দখল করেছে তাদের বিষয়ে সর্তক থাকতে হবে। রাজনৈতিক দলের পাশাপাশি পেশাজীবী, সাংস্কৃতিক,  সাংবাদিক, সকলের মিলে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন কারণ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও ষড়ষন্ত্র পালায়নি। এখনো দেশ ও বিদেশে একটি চক্র দেশের বিরুদ্ধে ষড়ষন্ত্রে লিপ্ত রয়েছে। ঐক্যবদ্ধ না থাকলে যে কোন সময় যে ধরনের ঘটনা ঘটনার আশংকা রয়েছে।
তিনি আজ শনিবার (২৯ মার্চ) বিকেল লক্ষ্মীপুর জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সম্মানে নিজ বাসভবণ বশির ভিলায় মিলনায়তনে ইফতার ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন। এসময় জেলা বিএনপির সদস্য সচিব শাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, আনোয়ার হোসেন বাচ্চু, মোখলেচুর রহমান হারুনসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ্যানি আরও বলেন, বিগত সময়ে আন্দোলন সংগ্রামে লক্ষ্মীপুরে সাংবাদিকেরা তাদের সহযোগীতা করেছে। তিনি বলেন, অনেকে দায়িত্ব পালন কালে বিগত ফ্যাসিষ্ট সরকারের সময়ে হামলা, মামলা স্বীকার হয়েছে। তিনি সাংবাদিকদের সামনে দিনেও সহযোগীতা করার জন্য উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

Shares