লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বেড়িবাঁধ থেকে ৬ টি গুইসাপ ধরে পাচার করে নিয়ে যাওয়ার সময় ৩ জনকে আটক করেছে বন বিভাগ।পরে ঘটনারস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত ৩ জনকে ৩ হাজার টাকা করে জরিমানা আদায় করে। ৬ টি গুইসাপ হামছাদী বেড়িবাঁধ এলাকায় অবমুক্ত করার নির্দেশ দেয়।সহকারী বন সংরক্ষক মিঠুন চন্দ্র দাস জানান,খাগড়াছড়িতে পাচারের উদ্দেশ্যে গাড়িতে নেওয়ার সময় সিএনজি থেকে স্থানীয়দের সহযোগীতায় বন বিভাগ ৬ টি গুইসাপসহ নিখিল ত্রিপুরা, তিমিট ত্রিপুরা, অতিন্দ্র ত্রিপুরা কে আটক করে। এসময় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহিন মো: আইয়ুব,রেঞ্জ সহকারী শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। খবর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা গিয়ে ৩ জনকে আটক করে জরিমানা আদায় করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা জানান পূর্বানুমতি ব্যতিরেকে বন্যপ্রাণী শিকার করার অপরাধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী আটককৃত গুইসাপগুলো স্থানীয় জনসাধারনের উপস্থিতিতে পুনরায় অবমুক্ত করা হয়।
লক্ষ্মীপুরে পাচার করার সময় ৬ টি গুইসাপসহ ৩ জন আটক
