লক্ষ্মীপুর: কেন্দ্রিয় কমিটির কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, যারা শ্রমিকদের উপর ভাগ বসান তারা ভিক্ষুক কুলাঙ্গার। যারা শ্রমিকদের অর্জিত টাকার উপর চাঁদাবাজি, মাস্তানি করে তাদের হাত ভেঙ্গে দিতে হবে।তিনি আজ ১ মে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক শহরের দক্ষিণ তেহমুনীতে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রেজাউল করিম আরও বলেন, বাংলাদেশে জামায়াত শ্রম বান্ধব সমাজ গড়তে তুলে চায়। তাই আসুন আমরা শ্রমিকদের মর্যাদা এবং অধিকার ফিরিয়ে আনতে কাজ করি। আমরা ইসলামিক শ্রমনীতি চালু করতে চাই। তিনি বলেন শ্রমিকদের অবহেলা করা যাবেনা।
জুলাই আন্দোলনে ছাত্র-জনতার সাথে বহু শ্রমিক অংশ নিয়েছে অনেকে জীবন দিয়েছে আহত হয়েছে। তিনি বলেন বিগত ফ্যাসিষ্টদের পাচার করা অর্থ ফেরত এনে শ্রমিকদের মাঝে বিতরণ করার জন্য দাবী করেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা এ্যাড: নজির আহমদ, শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশানসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে একটি র্যালি বের করা হয়।
রাজনীতির নামে ভিক্ষাবৃত্তি বন্ধ করতে হবে – ড. রেজাউল করিম
