সামগ্রিক ভাবে দেশে প্রাথমিক শিক্ষার মান ভালো না প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

লক্ষ্মীপুর: অন্তবর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন সামগ্রিক ভাবে দেশে প্রাথমিক শিক্ষার মান ভালো না। আমরা চেষ্টা করতেছি সেই মান উন্নয়নের জন্য। পরিকল্পনা ও বাস্তবায়নসহ সব স্থানে সমস্যা আছে সেই গুলো চিহ্নিত করে নিরসন করার চেষ্টা করা হচ্ছে। পিইডিপি-৪ প্রকল্পের বিদ্যালয়ের ও শিক্ষকদের বিভিন্ন সমস্যা এবং লোকবল সংকটের বিষয়টি অর্ন্তভুক্ত করা হয়েছে। আশা করি এই প্রকল্পের মাধ্যমে জনবল, লোকবল ও অন্যান্য সমস্যা কিছুটা সমাধান করতে পারবো।
অনেক সময় দেখা স্বাক্ষর না শিখেই বাচ্ছারা প্রাথমিক থেকে মাধ্যমিক বিদ্যালয়ে চলে যায়। তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্প শেষ হয়ে যায় অথচ শিক্ষার মান কমে যাচ্ছে।
তিনি আজ ০৩ মে (শনিবার) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, প্রাথমিক বিভাগ হচ্ছে শিক্ষার্থীদের জন্য সব চেয়ে শিখনের প্রধান কেন্দ্র। অভিভাবক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষার মান উন্নয়নে নজর দিতে হবে। যে বিদ্যালয়ে প্রধান শিক্ষক ভালো সেই বিদ্যালয় পড়ার মান ও ভালো।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি সম্রাট খিসার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান।
পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথমবারের মতো আন্ত: প্রাথমিক বিদ্যালয় প্রতিযোগীতা সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেন।

Shares