গাজীপুর প্রতিনিধি :গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটির নেতাকর্মীরা।রোববার (৪ মে) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।হামলার প্রতিবাদে রোববার রাত ৮টা ৩০ মিনিটে গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভারের নিচ থেকে ঢাকা বাইপাস সড়ক পর্যন্ত বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা মিছিলে অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকেরা।
বিক্ষোভের আহ্বানে বলা হয়েছে,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সবাইকে যথাসময়ে সর্বোচ্চ উপস্থিতি নিয়ে অংশগ্রহণ করার অনুরোধ করছি।
প্রসঙ্গত, হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার বিষয়টি প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে আসে এনসিপির নেতা আব্দুল হান্নান মাসউদের ফেসবুক পোস্টের মাধ্যমে। তিনি লিখেন,গাজীপুরের চান্দনায় হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমও ফেসবুকে লেখেন,হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন, হাসনাতকে প্রটেক্ট করুন।
হামলার পর হাসনাতের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তিনি বর্তমানে জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করছেন বলে জানা গেছে। এখান থেকে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলেও জানা গেছে।