হাসনাত আবদুল্লাহর ওপর হামলায় জড়িত সন্দেহে দুই জন গ্রেপ্তার

প্রতিনিধি গাজীপুর:গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. নিজাম উদ্দিন এবং মাসুম আহমেদ দিপু।মো. নিজাম উদ্দিন গাজীপুর মহানগরীর ১৩ নং ওয়ার্ড যুবলীগের সদস্য এবং মাসুম আহমেদ দিপু কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি বলে জানিয়েছেন পুলিশ।রবিবার (৪ মে) রাতে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো.রবিউল ইসলাম।

তিনি বলেন, হামলার ঘটনার পরপরই আমরা তদন্ত শুরু করি। প্রাথমিক তথ্য-উপাত্ত ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে পৃথক অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলার নেপথ্যে কারা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গে,রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা এলাকায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর গাড়িতে ১০–১২ জন সন্ত্রাসী হামলা চালায়। এতে গাড়ির কাচ ভেঙে যায় এবং তাঁর হাতে গুরুতর আঘাত লাগে। এ ঘটনায় রাতেই এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভারের নিচে বিক্ষোভ মিছিল করেন।অপরদিকে, আহত হাসনাত আবদুল্লাহ’কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খানের গাড়িতে করে পুলিশি নিরাপত্তায় ঢাকায় নিয়ে যাওয়া হয়।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার সঙ্গে আরও যারা জড়িত আছে তাদের বিষয়ে অনুসন্ধান চলছে।

Shares