লক্ষ্মীপুরে আইবিডব্লিউএফ এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধিঃ ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই বি ডব্লিউ এফ) লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আই বি ডব্লিউ এফ এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম।
আই বি ডব্লিউ এফ এর লক্ষ্মীপুর জেলা সভাপতি এ আর হাফিজ উল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম, জেলা উপদেষ্টা এডভোকেট নজির আহমেদ, কেন্দ্রীয় ম্যানেজমেন্ট সদস্য হামিদুর রহমান সোহাগ, বিশিষ্ট চিকিৎসক ডা. হাসান আল বান্না।
জেলা সেক্রেটারী অধ্যাপক আব্দুর রহমান জাহাঙ্গীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা উপদেষ্টা মাওলানা নাছির উদ্দীন মাহমুদ,শামসুল ইসলাম, জেলা সহ সভাপতি শহীদ উল্লাহ,মাস্টার আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন মাহমুদ, জেলা সদস্য আনোয়ার হোসেন পাটোয়ারী, নুরুল হুদা, এনামুল হক রতন, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ প্রমুখ।

Shares