লক্ষ্মীপুর: রাঙামাটি শহরে তৃতীয় শ্রেনীর এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামী মো: সাহাব উদ্দিন (৭০) কে লক্ষ্মীপুর জেলার রামগতি থেকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। সেই রাঙামাটির জেলার কোতোয়ালী থানার হাসপাতাল সড়কের ২নং ওয়ার্ডের মহিবুল্লাহকের পুত্র।
রাঙামাটি কোতেয়ালী থানা সূত্রে জানা গেছে, ৯ বছরের ভিকটিম শিশুটি তার পিতা-মাতার সাথে রাঙামাটির পুরাতন হাসপাতাল এলাকায় স্টাফ কোয়াটারে বসবাস করে। গত ১৬/০৩/২০২৫ ইং বিকেলে স্থানীয় বাসিন্দা সাহাব উদ্দিনের দোকানে শিশুটিকে কিছু সদাই আনতে পাঠায়। এসময় সাহাব উদ্দিন শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেয় শিশুটি চিৎকার করতে চাইলে শিশুটির মুখ চেপে ধরে তাকে দুটি চকলেট দিয়ে বলে এই ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়। পরবর্তীতে শিশুটি বাসায় এসে তার মাকে ঘটনাটি খুলে বলে।
শিশুটির মা দোকানে গিয়ে সাহাব উদ্দিনের কাছে বিষয়টি জানতে চাইলে সাহাব উদ্দিন ও তার স্ত্রী-সন্তান ভিকটিমের মাকে মারধর করে। মামলার এজাহারে মামলার বাদী শিশুটির মা উল্লেখ করেন, দোকানদার সাহাব উদ্দিন এর আগেও আরো কয়েকবার এলাকার অনেক শিশু বিকৃত যৌন লালসার শিকারে পরিণত হয় । এ ছাড়া সাহাব উদ্দিনের বাসার ভাড়াটিয়া রাপ্রবিবি’র এক ছাত্রীর সাথেও এ রুপ একটি ঘটনা ঘটিয়েছিল বলেও এলাকাবাসী জানায়।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় তার মা বাদী হয়ে শাহাব উদ্দিনসহ ৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের পর গোপন সংবাদ পেয়ে কোতয়ালী থানার এসআই মহিউদ্দিন আলমগীর ও তার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে সোমবার রাতে তাকে লক্ষ্মীপুর জেলার রামগতি থেকে আসামী সাহাব উদ্দিনকে গ্রেফতার করে রাঙামাটিতে নিয়ে আসে।
১৩ মে (মঙ্গলবার) দুপুরে আসামীকে আদালতে প্রেরণ করা হলে আদালত আসামীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এই মামলায় এজাহারনামীয় আরো দুই আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
রাঙামাটির শিশু ধর্ষণ মামলার আসামী লক্ষ্মীপুর থেকে গ্রেফতার
