ঘূর্ণিঝড় মিধিলি: ফেনীতে প্রায় সাড়ে ৩ লাখ গ্রাহক বিদ্যুৎহীন

ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে ফেনীতে প্রায় সাড়ে ৩ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়ে। শুক্রবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে কিছু গ্রাহক বিদ্যুৎ পেলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কতো সময় লাগবে তা নিশ্চিত করে জানাতে পারেনি কর্তৃপক্ষ। এদিকে, বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে ঝড়ো হাওয়ায় ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রায় সাড়ে ৩ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়ে।

শহরের হাসপাতাল মোড় এলাকার ব্যবসায়ী মো. সাহাব উদ্দিন বলেন, বিকেল থেকে বিদ্যুৎ নেই। ঝড়ে দোকানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সাইনবোর্ড উড়িয়ে নিয়ে গেছে। এর আগে, শহরের মানুষ ঘূর্ণিঝড়ের এমন রূপ দেখেনি।

ফুলগাজীর হাসানপুর গ্রামের এক বাসিন্দা বলেন, শুক্রবার সকাল থেকেই বিদ্যুৎ নেই। এরমধ্যে, সন্ধ্যায় দেখা দেয় নেটওয়ার্ক জটিলতা। মানুষের খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান বলেন, ঝড়ে অনেকগুলো বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে এবং ট্রান্সফরমার বিকল হয়ে গেছে। এতে প্রায় আড়াই লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়ে। এখন পর্যন্ত ২৫টি ক্ষতিগ্রস্ত খুঁটি বসানো হয়েছে। বিদ্যুৎ পুরোপুরি ঠিক হতে আরো সময় লাগতে পারে।

ফেনী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আলমগীর হোসেন রিয়াজ বলেন, বিকেল ৫টার পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাত ৯টার পরে কিছু এলাকায় সংযোগ দেয়া হয়েছে। পুরোপুরি কাজ শেষ হতে কতক্ষণ সময় লাগতে পারে তা এখনো বলা যাচ্ছে না। দ্রুত কাজ শেষ করার জন্য চেষ্টা করছি।

 

Leave a Reply

Shares