লক্ষ্মীপুরে আওয়ামী লীগের ৯ নেতাকে দল থেকে অব্যাহতি

প্রতিনিধি: লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ায় থানা আওয়ামী লীগের ৯ নেতাকে দল থেকে অব্যাহতি প্রদান করেছে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগ। চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় মঙ্গলবার চন্দ্রগঞ্জ আওয়ামী লীগের জরুরী সভা অনুষ্ঠীত হয়।এতে দলীয় গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ সভাপতি অহিদুর রহমান বাবলু, যুগ্ন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন পাটওয়ারী, কোষাধক্ষ হারুনুর রশিদ পাটওয়ারী, শ্রম বিষয়ক সম্পাদক নাছির পাটওয়ারী,সংস্কৃতি বিষয়ক সম্পাাদক হুমায়ূন কবির পাটওয়ারী,থানা আওয়ামী লীগের সদস্য ও হাজির পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বাবুল পাটওয়ারী, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সদস্য নুরুল আমিন, মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৌরভ হোসেন রুবেল পাটওয়ারী, সদস্য লোকমান মাষ্টারকে দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ এর ১১ ধারা মোতাবেক এই অব্যহতি দেওয়া হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্যেখ করা হয়। এর আগে একই অভিযোগে চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ প্রভাষককে ও অব্যহতি দেওয়া হয়েছিল। উল্লেখিত ব্যক্তিগন লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুকের পক্ষে নির্বাচনী কার্যক্রম না করে এ আসনের স্বতন্ত্র প্রার্থী ঢাকার মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তারের পক্ষে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানাগেছে।

এ অব্যাহতির বিষয়ে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ সভাপতি অহিদুর রহমান বাবলুবেগ বুধবার দুপুরে সাংবাদিকদের বলেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থী হওয়ার অনুমতি দিয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থীদের কোন ভাবে হয়রানি না করা হয় সে জন্য নির্দেশ দিয়ে যাচ্ছেন। এর পরও চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগ কেন্দ্র ও জেলা আওয়ামী লীগের মতামত না নিয়ে সম্পূর্ণ অন্যায় ও অগণতান্ত্রিক ভাবে আমাদের দল থেকে অব্যহতি প্রদান ও নানা ভাবে হয়রানি করে যাচ্ছেন। আমরা এই অন্যায় সিদ্ধান্ত মেনে নিবনা আমরা কেন্দ্রে জানাবো।

Shares