রায়পুরে কৃষকের খড়ে আগুন, চারটি গাভী গরু অগ্নিদগ্ধ

প্রতিনিধি :লক্ষ্মীপুরের রায়পুরে কৃষক সৌরভ হোসেন সর্দারের টুনুর চরের বাড়িতে শনিবার ভোররাতে রাতে দুর্বৃত্তরা তিনটি খড়ে অগ্নিসংযোগ করে। আগুনের লেলিহান শিখায় চারটি গাভী অগ্নিদগ্ধ হয় এবং বসতঘরের একাংশও ক্ষতিগ্রস্ত হয়। এলাকাবাসী প্রায় এক ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনে।এতে ৫০ হাজার টাকার তিনটি খড়সহ চারটি গরুর অগ্নিদগ্ধ হওয়ায় কৃষকের প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। এ ঘটনায় শনিবার বিকালে রায়পুর থানায় দুর্বৃত্তদের নামে অভিযোগ দায়ের করেছে কৃষক সৌরভ।
দক্ষিন চরবংশী ইউপির মোল্লারহাট বাজার এলাকার কৃষক সৌরভ জানান, শনিবার ভোর চারটার সময় দিকে তিনটি খড়ের পুঞ্জিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুনে ২ একর জমিতে চাষকৃত ধানের খড় ভস্মীভূত হয়।
এসময় চারটি দুধের গরু অগ্নিদগ্ধ হয়েছে। তাদের অবস্থা খুবই আশংকাজনক। এর সাথে বসতঘরের একাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, এলাকাবাসী সম্মিলিত প্রয়াসে আমার বাড়িঘর রক্ষা পেয়েছে। রায়পুর থানার ওসি ইয়াসিন মজুমদার বলেন, কৃষক সৌরভ সাধারন ডায়রী করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Shares