লক্ষ্মীপুরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পদযাত্রা ও সমাবেশ

প্রতিনিধি: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পদযাত্রা ও সমাবেশ করছে লক্ষ্মীপুর ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৬ মে) বেলা ১২টার দিকে লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে পদযাত্রা শুরু হয়।পরবর্তীতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পদযাত্রাটি কলেজ সম্মুখে এসে সমাবেশে মিলিত হয়। এর আগে কলেজ প্রাঙ্গণে ফিলিস্তিন ও ছাত্রলীগের পতাকা উত্তোলন করে সংগঠনের নেতা-কর্মীরা।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কলেজ শাখা সভাপতি মহসিন কবির সাগর, সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজ, জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক শাহীন আলমসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলা বন্ধের পাশাপাশি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

Shares